Home / বিনোদন / দীপা খন্দকার

দীপা খন্দকার

dipa দীপা খন্দকার, অভিনয়, মডেলিং এবং নৃত্য -শিল্পচর্চার তিন ধারাতেই সমান জনপ্রিয় তিনি।

পরিবার
২০০৬ সালের ২৭ মে ভালোবেসে বিবাহ বন্ধনে আবদ্ধ হন দীপা খন্দকার ও শাহেদ আলী। ২০০৭ সালের ১২ ডিসেম্বর এই দম্পতির ঘর আলোকিত করে ১২ ডিসেম্বর জন্ম নেয় একমাত্র পুত্র সন্তান আদৃক শিফওয়াত আলী।

অভিনয় জীবনের শুরু
দীপার অভিনয়ের হাতেখড়ি পঞ্চম শ্রেণিতে থাকাকালে। ওই সময় তিনি ‘কুপোকাত’ নামে একটি নাটকে অভিনয় করে বেশ প্রশংসিত হন। তবে কাকতাড়ুয়া শিরোনামের ধারাবাহিক নাটকে অভিনয়ের মধ্য দিয়ে তিনি সর্বপ্রথম আলোচনায় আসেন। এরপর একে একে বেশকিছু জনপ্রিয় নাটক দর্শকদের উপহার দেন।

তার অভিনীত নাটক
তার অভিনীত ধারাবাহিক নাটক ‘জননী’, ‘মায়ানিগম’, ‘শেয়ার বাজার ডটকম’, ‘মায়াকুঞ্জ্‌ ‘প্রিয়’, ‘রূপকথা’, ‘গুলশান এভিনিউ’, ‘মা’, ‘গহীনে’, ‘ ‘ঘটক বাকী ভাই (প্রা.) লি.’, ‘দিবারাত্রি খোলা থাকে’, অন্য সকাল ও উৎসব। টেলিফিল্ম ‘বেঁচে ওঠার গল্প’। এছাড়া তার অভিনীত বড় বাড়ির ছোট বউ, মায়া নিগম, উত্তরাধিকার নাটক জনপ্রিয়তা পেয়েছে। তার অভিনীত বিজ্ঞাপন বাটার ফ্লাই ফ্রিজ, ইরফান চিনিগুঁড়া পোলাওর চাল অন্যতম। ( ইন্টারনেট )

About gangchil

Check Also

tisha1

নুসরাত ইমরোজ তিশা

নুসরাত ইমরোজ তিশা ( জন্ম: ২০ ফেব্রুয়ারি ১৯৮৬,) বাংলাদেশের একজন জনপ্রিয় মডেল ও অভিনেত্রী। টিভি …