Home / ইতিহাস / ইতিহাসের এই দিনে, ১৯ জুন

ইতিহাসের এই দিনে, ১৯ জুন

itihas-2-300x195আজ ১৯ জুন ২০১৬, রবিবার। ৫ আষাঢ়, ১৪২৩ বঙ্গাব্দ। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনা
১৮২৯-ব্রিটেনে আইন পাসের মাধ্যমে মেট্রোপলিটন পুলিশ প্রতিষ্ঠা।
১৮৬২-যুক্তরাষ্ট্রে দাসপ্রথা বিলুপ্ত।
১৮৬৭ সালের এই দিনে অস্ট্রিয়ার যুবরাজ ম্যাক্সিমিলানকে ফাঁসী দেয়া হয়।
১৮৭৭ সালের এই দিনে ভূমি থেকে আকাশে উলম্বভাবে উড্ডয়নের ও আকাশ থেকে ভূমিতে অবতরণের এবং আকাশে স্থির থাকার যান তথা আদি যুগের হেলিকপ্টার পরীক্ষা করা হয়।
১৯১১-পর্তুগালকে প্রজাতন্ত্র ঘোষণ।
১৯৪৭-বহুল আলোচিত-সমালোচিত গ্রহন্থ স্যাটানিক ভার্সেসের লেখক সালমান রুশদির জন্ম।
১৯৫১-উত্তর আটালান্টিক চুক্তি সংস্থা (ন্যাটো) প্রতিষ্ঠা।
১৯৫৩-গুপ্তচর বৃত্তির অভিযোগে আমেরিকার বিপ্লবী দম্পতি জুলিয়াস রোজেনবার্গ ও এথেল রোজেনবার্গের মৃত্যুদণ্ড।
১৯৬১-কুয়েতের স্বাধীনতা লাভ।
১৯৬৮-পাকিস্তানে ইতিহাসের বহুলা আলোচিত আগরতলা ষড়যন্ত্র মামলার (রাষ্ট্র বনাম শেখ মুজিব ও অন্যান্য) শুনানি শুরু।
১৯৯২ ইসলামী সম্মেলন সংস্থা বা ও.আই. সি জানায়, সার্বদের মাধ্যমে অবরুদ্ধ ও মুসলমান অধ্যুষিত বসনিয়ার রাজধানী সারাজেভোর মানুষ জীবন বাচাতে ঘাঁস লতা-পাতা খাচ্ছে।
১৯৯২ ও.আই. সি বসনিয়ায় সামরিক হস্তক্ষেপ করতে জাতিসংঘের প্রতি আহ্বান জানায়।
১৯৯১ সালের এ দিনে বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বেইজিংয়ে চীনা প্রধানমন্ত্রী লি পেংয়ের সাথে বৈঠক করেন।
১৯৮৯ সালের এই দিনে পোলান্ডের সাধারণ নির্বাচনে লেস ওয়ালেসার নেতৃত্বাধীন সলিডারিটি নিরঙ্কুশ বিজয় অর্জন করে। ১৯৯৩ সালের এই দিনে জাপানে মিয়াজাওয়া সরকারের পতনের পর এক মাসের মধ্যে সংসদ নির্বাচন হবে বলে ঘোষণা দেয়া হয়।

জন্ম

১৯০৭ খ্রিস্টাব্দের এই দিনে শিক্ষাবিদ ও নারী শিক্ষা প্রচারক উমেশচন্দ্র দত্তের জন্ম।
১৯২২ – অউ নিলস বোর, নোবেল পুরস্কার বিজয়ী পদার্থবিজ্ঞানী।

মৃত্যু

১৩৫০ সালের এই দিনে বিশিষ্ট ইসলামী আইনবিদ ও পন্ডিত ফাখরুল মুহাক্বেক্বীন ইন্তেকাল করেন।
১৯১৯ খ্রিস্টাব্দের এই দিনে কবি অক্ষয়কুমার বড়ালের মৃত্যু।
১৯৮২ খ্রিস্টাব্দের এই দিনে ভারতের স্বাধীনতা সংগ্রামী নলিনী দাসের মৃত্যু।

About Ontohin

Check Also

ইতিহাসের এই দিনে, ২১ জুন

আজ ২১ জুন ২০১৬, মঙ্গলবার। ৭ আষাঢ়, ১৪২৩ বঙ্গাব্দ। এক নজরে দেখে নিন ইতিহাসের এ …