Home / ইতিহাস / ইতিহাসের এই দিনে, ২৫ মে

ইতিহাসের এই দিনে, ২৫ মে

itihasআজ ২৫ মে ২০১৬, বুধবার। ১১ জ্যৈষ্ঠ, ১৪২৩ বঙ্গাব্দ। গ্রেগরিয়ান বর্ষপঞ্জী অনুসারে বছরের ১৪৫ তম (অধিবর্ষে ১৪৬ তম) দিন এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি
১৭৬৮ – ক্যাপ্টেন কুক তার প্রথম অভিযান শুরু করেন।
১৯৭১- মুজিবনগর থেকে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের অনুষ্ঠান সম্প্রচার শুরু।
১৯৯৪ – দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে জাতিসংঘ নিষেধাজ্ঞা তুলে নেয়।

জন্ম
১৮৬৫ – নেদারল্যান্ডের বিখ্যাত পদার্থবিজ্ঞানী পিটার জেমান।
১৮৯৯ – জাতীয় কবি কাজী নজরুল ইসলাম।
১৯৬৩ – মার্কিন কৌতুক অভিনেতা মাইক মায়ার্স।

মৃত্যু
২০০১ – কিউবান আলোকচিত্র শিল্পী আলবের্তো কোর্দা।

ছুটি ও অন্যান্য
২০০১ – তোয়ালে দিবস, লেখক ডগলাস অ্যাডামসের স্মরণে, লেখকের ভক্তরা, প্রথম পালন শুরু করেন।

About Ontohin

Check Also

ইতিহাসের এই দিনে, ২১ জুন

আজ ২১ জুন ২০১৬, মঙ্গলবার। ৭ আষাঢ়, ১৪২৩ বঙ্গাব্দ। এক নজরে দেখে নিন ইতিহাসের এ …