Home / মনের জানালা / ভালবাসার মানে ভালবাসি

ভালবাসার মানে ভালবাসি

valobashiভালবাসার মানে তোমার কাছে আমার পাগলামি……
ঝুম বর্ষায় ভিজে তোমার বাসার সামনে দুটি কদম আর একটি গোলাপ নিয়ে দাঁড়িয়ে থাকা……
তোমাকে বার বার দেখার জন্য বিভিন্ন অজুহাতে কাছে আসা……
তোমাকে নিয়ে নৌকায় চড়ে মেঘনার বুকে ভেসে বেড়ানো……
তোমার চোখের মাঝে নিজেকে খুজে বেড়ানো……
তোমার মুখের হাসির ছন্দে নিজেকে হারিয়ে ফেলা……
তোমার গাওয়া গানের সুরে নিজেকে খুজে পাওয়া……
ভালবাসা মানে এই হৃদয়ের মাঝে তোমায় নিয়ে থাকা……
তোমার দুঃখগুলোকে আমার সুখগুলো দিয়ে আড়াল করে ফেলা……
ভালবাসা মানে তোমার করা দুষ্টু কপট অভিমান……
একটু মিষ্টি কথায় করা মুচকি হাসির টান……
ভালবাসার মানে তোমার কাছে আমি যাচ্ছেতাই……
ভালবাসার মানে ভালবাসি তাই ভালবেসে যাই…

About uddin rokon

Check Also

ভাত, কাপড়, ভালবাসা

( ভুমিকায় বলে নেই, গল্পের বক্তা চরিত্রটির মত আমিও নারীবাদি নই।আমি মানি নিয়তি নারী পুরুষ …