Home / মনের জানালা / প্রতীক্ষা

প্রতীক্ষা

protikkhaতুমি এসেছিলে আমার জীবনে…এসেছিলে দুরদান্ত ঝড়ের মত…উন্মাতাল লহরীর ঢেউ এর মত…হয়ত অতৃপ্ত আত্মার মত… যার তৃপ্তি মেটাবার উপায় ছিলাম আমি।

তুমি আসলে আমার জীবনে ফুলের সুগন্ধ নিয়ে… রাঙিয়ে তুললে আমার জীবন রংধনুর সাত রঙের মত… তুমি ছিলে আমার ভাল লাগা, হয়ত প্রথম ভালবাসা…
তোমার হাসি, তোমার স্পর্শে বেকুল আমি হয়ত পাগল হয়ে গিয়েছিলাম তোমার প্রেমে…

তারপর শুরু হল রাত জেগে কথা বলা। আমাদের মাঝে চলত খুনসুটি…
পার্কের কিনারে বসে যখন তোমার হাতটি ধরে বসে থাকতাম, তখন এক অন্যরকম প্রসান্তি কাজ করত আমার মাঝে…

তারপর একদিন কি এক ঝড় এল…ওলট পালট করে দিল আমার স্বপ্নিল জীবনটি…
সেই ঝড় তোমায় উড়িয়ে নিয়ে গেল দূরে… বহু দূরে…
আমি এখনও রাত জেগে বসে থাকি… বসে থাকি সেই পার্কের কিনারায়…কেননা আমি যে তোমায়ই ভালবাসি…
আমি এখনও রয়েছি তোমার পথচেয়ে…
মনে আশা…হয়ত ফিরে আসবে একদিন আমারই কাছে… আমি রয়েছি তোমারই প্রতীক্ষায়।।

সংগৃহিত

About Aurthohin

Check Also

ভাত, কাপড়, ভালবাসা

( ভুমিকায় বলে নেই, গল্পের বক্তা চরিত্রটির মত আমিও নারীবাদি নই।আমি মানি নিয়তি নারী পুরুষ …