Home / ইতিহাস / ইতিহাস

ইতিহাস

১৯৬৯ খ্রিস্টাব্দের ০১ ডিসেম্বর টাঙ্গাইল মহকুমা তৎকালীন পূর্ব পাকিস্তানের ১৯ তম জেলা হিসেবে আত্নপ্রকাশ করে।

বর্তমান টাঙ্গাইল জেলা অতীত যমুনা নদীর বুকে নতুন জেগে ওঠা চর এলাকার সমষ্টি। অতীতে এখানে ছোট ছোট জনগোষ্ঠী বাস শুরু করে যার অধিকাংশই যমুনার পশ্চিম পাড়ের অধিবাসী।

বহু ভাঙ্গাগড়া ও রাজনৈতিক দখল-বেদখল, চড়াই উৎরাই পেরিয়ে আমাদের এই জেলা আজ টাঙ্গাইল  বলে পরিচিত লাভ করেছে।

টাঙ্গাইল জেলার আয়তন ৩৪২৪.৩৮ বর্গ কি.মি.। টাঙ্গাইল জেলার পূর্বে ময়মনসিংহ ও গাজীপুর, পশ্চিমে সিরাজগঞ্জ, উত্তরে জামালপুর, দক্ষিণে ঢাকা ও মানিকগঞ্জ জেলা। টাঙ্গাইল জেলা ব্যাপ্তি ২৩.৫৯ উত্তর অক্ষাংশ থেকে ২৪.৪৮ উত্তর অক্ষাংশ ও ৮৯.৪৮ পূর্ব দ্রাঘিমা থেকে ৯০.৫১ পূর্ব দ্রাঘিমা পর্যন্ত।

টাঙ্গাইল জেলায় উপজেলা ১২ টি।
টাঙ্গাইল, মধুপুর, গোপালপুর, ভূঞাপুর, ঘাটাইল, কালিহাতী, দেলদুয়ার, নাগরপুর, মির্জাপুর, সখিপুর, বাসাইল ও ধনবাড়ি।

টাঙ্গাইল জেলায় পৌরসভা ৯টি।
টাঙ্গাইল, মধুপুর, গোপালপুর, ভূঞাপুর, ঘাটাইল, কালিহাতী, মির্জাপুর, সখিপুর, বাসাইল ও ধনবাড়ি ।

টাঙ্গাইল জেলায় নির্বাচনী আসন ৮টি।
মধুপুর-ধনবাড়ি-০১,গোপালপুর-ভূঞাপুর-০২,ঘাটাইল-০৩,কালিহাতী-০৪,টাঙ্গাইল-০৫,দেলদুয়ার-নাগরপুর-০৬,মির্জাপুর-০৭,সখিপুর-বাসাইল-০৮।

টাঙ্গাইল জেলার উল্লেখযোগ্য নদ-নদী হলো যমুনা, ধলেশ্বরী, বংশী, লৌহজং, খিরু, যুগনী,ফটিকজানি,এলংজানি, লাঙ্গুলিয়া, ঝিনাই।

 

প্রথম প্রকাশ: ২০১০, টাঙ্গাইল ইনফো ডট কম।

About টাঙ্গাইল ইনফো

Check Also

ইতিহাসের এই দিনে, ২১ জুন

আজ ২১ জুন ২০১৬, মঙ্গলবার। ৭ আষাঢ়, ১৪২৩ বঙ্গাব্দ। এক নজরে দেখে নিন ইতিহাসের এ …

One comment

  1. সাফিয়া খাতুন

    আমাদের জেলাটি অনেক পুরাতন