Home / ইতিহাস / ইতিহাসের এ দিনে : ১১ ফেব্রুয়ারি

ইতিহাসের এ দিনে : ১১ ফেব্রুয়ারি

itihasআজ বৃহস্পতিবার । ১১ ফেব্রুয়ারি ২০১৬, ২৯ মাঘ ১৪২২ । ইতিহাসের পাতা থেকে নেওয়া আজকের এই দিনের কিছু উল্লেখযোগ্য ঘটনা নিচে তুলে ধরা হলো।

১৮৪৭ সালের এই দিনে বিশ্ব বিখ্যান আবিষ্কারক টমাস আলভা এডিসন জন্মগ্রহণ করেন।
১৯২২ সালের এই দিনে কুকুরের উপর সফলভাবে ইনসুলিন প্রয়োগ করে চিকিৎসার কথা ঘোষণা করা হয়।

১৯২৯ সালের এই দিনে মুসোলিনীর নেতৃত্বাধীন ইতালি এবং পোপ একাদশ পায়াসের সচিবকার্ডিনাল গ্যাসপারির মধ্যে ল্যাটারান প্রাসাদে একটি চুক্তি স্বাক্ষরিত হয়।

১৯৪৫ সালের এই দিনে কৃষ্ণ সাগর তীরবর্তী নগরী ইয়েল্টায় যুক্তরাষ্ট্রেরপ্রেসিডেন্ট ফ্রাংকলিন ডি রুজভেল্ট, বৃটেনের প্রধানমন্ত্রী উইস্টন চার্চিলএবং সোভিয়েত নেতা জোসেফ স্টালিনের মধ্যে অনুষ্ঠিত বৈঠক সমাপ্ত হয়।

১৯৭৯ সালের এই দিনে ইরানের ইসলামী বিপ্লবের বিজয়ের মাধ্যমে সৃষ্ট অন্তবর্তী সরকারের আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করার প্রথম দিন।

১৯৯০ সালের এই দিনে দক্ষিণ আফ্রিকায় বর্ণবাদ বিরোধী আন্দোলনের নেতা নেলসন ম্যান্ডেলা কারাগার থেকে মুক্তি লাভ করেন।

About uddin rokon

Check Also

ইতিহাসের এই দিনে, ২১ জুন

আজ ২১ জুন ২০১৬, মঙ্গলবার। ৭ আষাঢ়, ১৪২৩ বঙ্গাব্দ। এক নজরে দেখে নিন ইতিহাসের এ …